Quantcast

বাংলাদেশের প্রফেশনাল টেকভিডিও নিয়ে ভার্টেক্স স্টুডিও (এনিমেশন,SEO,অনলাইনে আয়,ইউটিউব,ওয়েবডিজাইন,ভিদিও Editing ও অন্যান্য)

0 0 0 0 0
1 টিউমেন্টস 280 দেখা প্রিয়
খবর

আশা করি সবাই ভালো আছেন।আজকে আমাদের বিষয় হলো আমাদের দেশে প্রফেসোনালি শুরু হলো টিউটোরিয়াল বানানো।তাও ইউটিউবের মাধ্যমে।পূর্বে অনেকেই হয়তো অনেক বাংলা টিউটোরিয়াল ভিদিও বানিয়েছেন কিন্তু ভালো ভাবে পারেননি।হয়তো অনেক সীমাবদ্ধতা ছিলো।কিন্তু শিক্ষা তো থেমে থাকবে না।বর্তমান বিশ্ব কম্পিউটার নির্ভর হয়ে গেছে।তাই সবাই এই বিষয়টা নিয়ে আগ্রহি।কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ বাংলায় প্রফেশনাল লেভেলের টিউটোরিয়াল ভিদিও তৈরি করা হয়নি।কিন্তু এখন ভার্টেক্স স্টুডিও তৈরি করছে সম্পূর্ণ বেষ্ট কোয়ালিটি এর ভিদিও।

বিষয় গুল হচ্ছে এনিমেশন,SEO,অনলাইনে আয়,ইউটিউব,ওয়েবডিজাইন,ভিদিও Editing,ফটোশপ এবং অন্যান্য আরও অনেক বিষয়।শুরুতে একটু থেমে শুরু হলেও পুরোদমে শুরু হতে যাচ্ছে এখন।যোগ হবে কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ।সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে এই প্রথমবারের মতো শুরু হলো এনিমেশন নিয়ে টিউটোরিয়াল যা আমাদের দেশে আগে এভাবে হয়নি।সিখানো হবে সম্পূর্ণ বেসিক থেকে এডভান্স।এরপর ওয়েবডিজাইনের সাথে টেম্পলেট ডিজাইন।

আরেকটি মজার ব্যাপার হলো খুব দ্রুত যোগ হতে যাচ্ছে গেম মেকিং যা আমাদের দেশে প্রথম বারের মতো।তাও সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল।এছাড়া অনেক ট্রিক্স যা আগে কোথাও দেখানো হয়নি।আরেকটি মজার বিষয় হলো এখানে যতোকিছু শিখানো হয় তার সাথে ঐ সফটওয়্যারগুলো ফ্রি তে দিয়ে দেয়া হয়।যদিও একটি সফটওয়্যারও ফ্রি না এবং প্রচণ্ড দামি।অর্থাৎ সফটওয়্যার গিভওয়ে।সব কিছু মিলে একটি প্রফেশনাল প্ল্যাটফরম টেক ভিডিও টিউটোরিয়ালের যা আগে আমাদের দেশে গড়ে উঠেনি।জয়হোক বাংলা ভাষার আমাদের ভাষায় গড়ে উঠুক প্রযুক্তি কথন।এখনি দেখেনিন আমাদের সবার এই শিক্ষণীয় চ্যানেলটিঃ

আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিও ভালো লাগবে।নতুন কিছু শিখতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।

সৌজন্যে:

ভার্টেক্স স্টুডিও চ্যানেল

টিউনার সৌশল মিডিয়া
Ads by Techtunes - tAds
টিউমেন্টস টিউমেন্ট গুলো

Where is ur channel?

You must be logged in to post a Tumment.