Quantcast

টেকটিউনস জরিপ [মে-২০১৭] : ব্রাউজারের শীর্ষে গুগল ক্রোম !!!

0 0 0 4 0
0 টিউমেন্টস 811 দেখা প্রিয়
টেকটিউনস জরিপ

মে মাসের জরিপ

জরিপের বিষয়টি ছিলঃ কোনটি আপনার প্রিয় ইন্টারনেট ব্রাউজার?

  • জরিপটি বিগত ১ই মে থেকে ৩১শে মে পর্যন্ত স্থায়ী ছিল।

জরিপের ফলাফল:

  • জরিপটিতে মোট ৬৪৯ জন ভোটার অংশগ্রহণ করেন।

উপরের ফলাফল অনুযায়ী "গুগল ক্রোম" সর্বমোট ৩৩৭ টি ভোট পেয়ে প্রথম স্থানে অবস্থান করছে। এরপরই "মজিলা ফায়ারফক্স" সর্বমোট ১৪২ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে। ১২৭টি ভোট বেশি পেয়ে তৃতীয় অবস্থানে আছে ইউসি ব্রাউজার। এর মধ্যে ৪৩ জন ইন্টারনেট ব্যবহারকারী অন্যান্য ব্রাউজারও ব্যবহার করেন।

টেকটিউনস জরিপে গুগল ক্রোম ব্রাউজার শীর্ষে !!!

ইন্টারনেট ব্রাউজিং এর জন্য প্রথমত আমাদের ইন্টারনেট ব্রাউজারের দরকার হয়। ইন্টারনেটের সুবিশাল এ জগতে অসংখ্য ইন্টারনেট ব্রাউজার রয়েছে। কিন্তু সবগুলো ব্রাউজার ইউসারের কাছে পপুলার হয়নি। কারণ এক একটা ব্রাউজারে এক এক রকম ফ্যাসিলিটি। উদারহণ স্বরূপ গুগল ক্রোম ব্রাউজারের যে বিশাল এক্সটেনশন ভান্ডার আছে  কমপেয়ার করতে হলে মজিলা ফায়ারফক্স এত এক্সটেনশন নেই। শুধুমাত্র এই কারণেই গুগল ক্রোম ব্রাউজার এখন মজিলা ফায়ারফক্স  থেকে অনেক এগিয়ে। গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্সের স্পীডের তুলনায় যোজন যোজন এগিয়ে রয়েছে  গুগল ক্রোম। দুইটিরই সিকিউরিটি সিস্টেমও সমান। অনেকেই এ বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন। তবে টেকটিউনস জরিপে এর আগে প্রিয় ব্রাউজারের জরিপে মজিলা ফায়ারফক্সই জয়ী ছিল।

টেকটিউনস জরিপ [ ডিসেম্বর-২০১৭ ] -এ অংশগ্রহণ করুন

এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে। জরিপে অংশগ্রহণ করুন।

শোয়াইব আহমেদ
কমিউনিটি ম্যানেজার
টেকটিউনস

মেতে উঠুন প্রযুক্তির সুরে।

টিউনার সৌশল মিডিয়া
Ads by Techtunes - tAds
টিউমেন্টস টিউমেন্ট গুলো

You must be logged in to post a Tumment.