Quantcast
ADs by Techtunes tAds
ADs by Techtunes tAds

পেনড্রাইভের যত্নে পাঁচ টিপস – 5 tips for your pendrive

পেনড্রাইভের  যত্ন

ইন্টারনেটের যুগে পেনড্রাইভের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তবুও একেবারে  এর প্রয়োজন ফুরিয়ে যায়নি। এটি এখনও আমরা ব্যবহার করি। এটি হটাত নষ্ট হয়ে গেলে অনেক বড় ক্ষতি হতে পারে। কিছু সাবধানতা অবলম্বন করলে হয়ত এটার আয়ু আরও কিছুদিন বেড়ে যেতে পারে।

ADs by Techtunes tAds

এই বিষয়েই আজকের আলোচনা।

অযথা ফরমেট নয়

স্টোরেজ খালি করতে অনেকেই তা ফরম্যাট করে থাকেন। আপনার পেনড্রাইভটি ফরমেট করে ব্যবহার করলে দেখা যায় স্পিড কিছুটা বেড়ে যায়।তবে খুব বেশি প্রয়োজন না হলে বার বার পেনড্রাইভ ফরম্যাট দেওয়া উচিত নয়। অতিরিক্ত ফরমেট ভালনা। এতে আপনার পেনড্রাইভটি ডেড হয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে মাসে দু থেকে তিনবার ফরমেট করে  ব্যবহার করলে পেনড্রাইভটি ভাল থাকে।

আপনার এন্ড্রয়েড ফোনটিকে বানিয়ে ফেলুন সিসিটিভি ক্যামেরা ফ্রি তে

অটোরান ভাইরাস থেকে মুক্তি

পেনড্রাইভ সাধারণত autorun.inf ভাইরাসে বেশি আক্রান্ত হয়। ভাইরাসটির আক্রমণ থেকে রক্ষা পেতে পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার তৈরি করে রাখুন।তাহলে এর জায়গায় autorun.inf ভাইরাসটি নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না। কারণ ফাইল কখনও ফোল্ডারকে ওভার রাইট করতে পারে না।

পেনড্রাইভ ওপেন না হলে
অনেক সময় ভাইরাসের আক্রমণে বা অন্য কোনো কারণে কম্পিউটারে পেনড্রাইভ ওপেন হয় না। সেক্ষেত্রে Start থেকে control panel-এ গিয়ে administrative tools-এ দু’বার ক্লিক করতে হবে।তারপর computer management-এ ক্লিক করতে হবে। এরপর বাম পাশে থেকে dish management-এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সব ড্রাইভের লিস্ট আসবে।যেখান থেকে পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে explore অথবা open-এ ক্লিক করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হবে।

এ ছাড়া মাই কম্পিউটার ওপেন করে অ্যাড্রেসবারে ক্লিক করে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। তাহলে পেনড্রাইভ ওপেন হয়ে যাবে।

কিভাবে কোন ইমেইল এড্রেস বা মোবাইল নম্বর ছাড়া ফেসবুক একাউন্ট খুলবেন ?

ডিস্ক স্কেন করে নিন

কম্পিউটার হার্ড ড্রাইভের মত পেন ড্রাইভের ডিস্কেও সমস্যা হয়। আপনি চাইলে এটিকে স্কেন করে নিন। এজন্য আপনার পেনড্রাইভে গিয়ে  properties> Tools > Check now এ ক্লিক করে স্কেন করে নিন।  ভিডিওতে দেখুন।

সঠিক নিয়মে ফরমেট করুন

আমরা পেনড্রাইভ ফরমেটের সময় fat-32 অপশন ব্যবহার করে  পেনড্রাইভ ফরমেট করি। এটি এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য ছিল। আর এখনকার জন্য আমাদের NTFS দিয়ে ফরমেট করা সবচে ভাল। আর অবশ্যই কুইক ফরমেট টিক উঠিয়ে দিতে হবে। এতে কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে চিন্তিত হওার কিছু নেই। পদ্ধতিটা না বুঝলে আমার ভিডিওতে দেখুন। এই লিঙ্কে।

ADs by Techtunes tAds

সবগুলো ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করুন এক ক্লিকে

ADs by Techtunes tAds
Level 0

আমি কামরুল হাসান মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস