Quantcast

C ড্রাইভ সময়ের সাথে ফুল হয়ে যাচ্ছে ? নিয়ে নিন সমাধান।

0 টিউমেন্টস
767 দেখা
জোসস করেছেন
0 0 0 0
অন্যান্য

অনেকের এই সমস্যা হচ্ছে যে নতুব কিছু ইন্সটল না করা সত্তেও সিস্টেম ড্রাইভ নিজে নিজে ভরে যাছে।আমি আজ এই সমস্যার সমাধান নিয়ে আসলাম।

শুর করা  যাক।

প্রথমে আপনার কম্পিউটার এর Properties এ যান।তারপর System Protection এ ক্লিক করুন।

 

নতুন একটি ডায়লগ বক্স খুলবে সেখানে থেকে Configure বাটনে ক্লিক করুন।লক্ষ করুন System Protection অন হেয় আএচ এটাকে অফ করেত হবে।তার আগে ইতিমেধ্য তৈরি হওয়া ফাইলগুলো ইডিলট করে নিন।

Delete বাটেন ক্লিক করুন।আমার  কোনো ফাইল জমা নেই।

 

তারপর Disable System Protection বক্সটা চেক করে Ok বাটন প্রেস করে বেরিয়ে আসুন।

 

আপনার কাজ শেষ।এবার থেকে আর সিস্টেম ড্রাইভ ফুল হবে না।

সমস্যা হলে জানাবেন।।

ফেইসবুক

মেইলঃmdjahidulislamjehad@gmail.com

ধন্যবাদ সবাইকে

টিউনার সৌশল মিডিয়া
Ads by Techtunes - tAds
টিউমেন্টস টিউমেন্ট গুলো