Quantcast

Camtasia পুর্নাঙ্গ ভিডিও ইডিটিং টিউটোরিয়াল কোর্স | (ব্যাসিক আলোচনা) পর্ব – ০১

0 0 0 0 0
1 টিউমেন্টস 239 দেখা প্রিয়
ভিডিও এডিটিং

টেকটিউনস এর পক্ষ থেকে আমি দ্যা ডেভিল আছি আপনাদের সাথে, এই Camtasia  পুর্নাঙ্গ ভিডিও ইডিটিং টিউটোরিয়াল কোর্সে। জানিনা আপনাদের আমি কতটুকু শেখাতে পারব। তবে আশা রাখছি। আপনি যদি একদম বিগেইনার  হন তাহলে এই কোর্সটি শেষে ক্যামটেসিয়া সম্পর্কে আপনার আর কোন কিছু অজানা থাকবে না।

ভিডিও ইডিটিং এর মান:

আপনি যদি ক্যমটেসিয়া নিয়ে ভিডিও ইডিটিং করেন তাহলে সেই ভিডিওর মান কেমন হবে ? এই প্রশ্নটা আপনার মাঝে থাকতে পারে। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে একটি উত্তর দিব, সেটা হচ্ছে আপনি অনেক ভাল মানের ভিডিও তৈরি করতে পারবেন। এক কথায় সেটা সম্পূর্ন নির্ভর করবে আপনার উপর। আপনার ভেতর কেমন প্রতিভা আছে সেটা প্রকাশ করবেন আপনার ভিডিও এর মাধ্যমে।

আমাদের কোর্সটি সম্পর্কেঃ

আমাদের কোর্সটি সম্পূর্ন বিনামুল্যে।

নীতিমালাঃ

আমাদের এই কোর্সের ভিডিওগুলো যদি আপনি কপি করেন বা কারো কাছে বিতরন করে তবে অবশ্যই। টেকটিউনসের নাম উল্লেখ করবেন অথবা টিউন লিংক উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন। এ কামনায় বিদায় নিচ্ছি।

Camtasia পুর্নাঙ্গ ভিডিও ইডিটিং টিউটোরিয়াল কোর্স: পর্ব - ০১

টিউনার সৌশল মিডিয়া
Ads by Techtunes - tAds
টিউমেন্টস টিউমেন্ট গুলো

এই সফটওয়্যার দিয়ে রেকর্ড করার সময় অডিও রেকর্ড হয় না, শুধুমাত্র ভিডিও রেকর্ড হয়।

You must be logged in to post a Tumment.