Quantcast

ওয়েবসাইট তৈরী করা নিয়ে যাবতীয় গাইডলাইন থাকবে না কোন সংশয়

0 টিউমেন্টস
925 দেখা
জোসস করেছেন
0 0 0 0
ওয়েব ডিজাইন

আমাদের অনেকের ভিতরেই ওয়েবসাইট তৈরী করা নিয়ে একটি ধোয়াশার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুনরা।

আমরা যখন ইউটিউব বা গুগলে ওয়েবসাইট তৈরী করা নিয়ে জানতে চাই তখন একেক জনের একেক রকমের ভিডিও দেখে আমরা ঘাবরে যাই। ভিতরে চরমভাবে একতি Confusion কাজ করে। আমাদের মনে প্রশ্ন জাগে,

১)অমকে বলে এইভাবে করতে হয়

২)অমকে বলে একদম ফ্রিতেই করা যায়

৩)কেউ বলে ১০মিনিটে ওয়েবসাইট তৈরী করুন

৪)কেউ বলে অমক জানতে হয়/তমক জানতে হয়

৫)কেউ বলে এত এত টাকা লাগে ইত্যাদি।
আরো কত রকমের বয়ান শুনতে হয়।
এই সব বয়ানের ব্যাখ্যা নিচের এই ভিডিওতে দেওয়া হয়েছে।

আশাকরি এটি দেখার পর ওয়েবসাইট তৈরী করা নিয়ে আপনার ভিতর আর কোন Confusion কাজ করবে না।

নিজে থেকেই প্রোফেশনাল মানের একটি ওয়েবসাইট তৈরী করতে পারবেন।

প্লে করে দেখতে থাকুন। প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন

একটি পূর্নাংগ প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরী করা নিয়ে বাকি ক্লাসগুলো পাতে নিচের লিঙ্কে যান-

ওয়েবসাইট তৈরী করা নিয়ে ধারাবাহিক ক্লাসগুলো

টিউনার সৌশল মিডিয়া
Ads by Techtunes - tAds
টিউমেন্টস টিউমেন্ট গুলো