Quantcast

মাত্র এক ক্লিকে ওপেন করুন কম্পিউটারের যে কোন ফোল্ডার বা অডিও ভিডিও গান।

2 টিউমেন্টস
442 দেখা
জোসস করেছেন
0 0 0 0
উইন্ডোস

সবাই ভাল আছেন তো ? আশা করছি সবাই ভাল আছেন। বন্ধুরা আজ আমি নতুনদের শিখাব কিভাবে মাত্র এক ক্লিকে ওপেন করবেন কম্পিউটারের যে কোন ফোল্ডার বা অডিও ভিডিও গান। বিষয়টি সহজ মনে হচ্ছেনা হয়তো। কিন্তু অতি সহজ। বন্ধুরা যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন। টিউনটি ভাল ভাবে পরুন। দেখুন স্ক্রীনশট গুলো খুব সহজ ভাবে দেয়ার চেষ্টা করেছি। বন্ধুরা চলুন তা হলে দেখা যাক কি ভাবে  মাত্র এক ক্লিকে ওপেন করবেন কম্পিউটারের যে কোন ফোল্ডার বা অডিও ভিডিও গান।

কি কি সুবিধা পাবো এই কাজটি করে

  • এতে বিশেষ ভাবে মাউস এর বাম পাশে যে ডাবল ক্লিক করতে হয় যেটা করতে েহচ্ছে না।
  • এক ক্লিকেই ওপেন হচ্ছে কাঙ্খিত ফোল্ডার বা ফাইল কিংবা অডিও ভিডিও গান।
  • এতে আপনার সময় বাজবে।
  • আঙ্গুল টা একটু কম ব্যবহার করতে হবে।

যা হোক নিচের স্কিনসর্ট গুলো লক্ষ করুন।

1. স্টাট মেনুতে ক্লি করুন এবং কন্টোল প্যানেলে যান।

2. এখান থেকে েসার্চ বক্সে Folder লিখে সার্চ দিন। এভং ফোল্ডার অপসনে ক্লিক করুন।

3. এবার এখানে ক্লিক করুন এভং লাল চিহ্ন দ্বারা গোলাকার জায়গায় ক্লিক করুন।

4. এবার অ্যাপলাই এ ক্লিক করুন তার পর ওকে করুন। বাস আপনার কাজ শেষ। এখন মাত্র এক ক্লিকে ওপেন হবে সব ফোল্ডার এবং অডিও ভিডিও।

বন্ধুরা সবাই ভাল থাকবেন আজ আর লিখব না। সবাই ভাল থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন।

ফেসবুকে আমি

ইউটিউব চ্যানেল

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।

টিউনার সৌশল মিডিয়া
Ads by Techtunes - tAds
টিউমেন্টস টিউমেন্ট গুলো

Thanks bro
!!!!!!!!!!!!!!!!

ওয়েলকাম… (আল আমিন)